January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 7:52 pm

হামলা ও অপহরণের শঙ্কায় রাজকুমারি আমালিয়া

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের রাজা ও রানি জানিয়েছেন, তাদের ১৮ বছর বয়সী কন্যা হামলা ও অপহরণের ভয়ে মুক্তভাবে চলাফেরা করতে পারছেন না। প্রিন্সেস আমালিয়া এতোটাই ভয় পেয়েছেন যে, আগে পড়াশোনার জন্য আমস্টারডাম থাকলেও, সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন। আমালিয়ার মা-বাবা সুইডেনে রাষ্ট্রীয় সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ আবেগপূর্ণভাবে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে গিয়ে রানি ম্যাক্সিমার চোখ ছলছল করে ওঠে। তিনি জানিয়েছেন, অন্যান্যের যেখানে ছাত্রজীবন রয়েছে, তার মেয়ের এরকম কোনো স্বাভাবিক জীবন নেই বলে আক্ষেপ করেন তিনি। তবে তার পরিবার আশা করছে যে, কঠোর নিরাপত্তা সতর্কতায় অস্থায়ীভাবে থাকতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে তারা। নিরাপত্তার আশঙ্কা নিয়ে রাজ পরিবারের কারো এভাবে মুখ খোলার ঘটনা বিরল। তবে মেয়ের ব্যাপারে এ ধরনের শঙ্কা খোলাখুলিই প্রকাশ করলেন নেদারল্যান্ডসের রাজা-রানি। সূত্র: বিবিসি।