অনলাইন ডেস্ক :
মালিতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটিতে শ্রমিক ছিলো।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে মুখোমুখি আঘাত করে ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩৭ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ: খামেনি
সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত
চায়নার ওপর নতুন করে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের