January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 9:33 pm

পেঁয়াজ-কাঁচা মরিচের ঝাঁঝ বেড়েছে, শীতকালীন সবজির দর নিম্নমুখী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গরমের তীব্রতা হ্রাস আর সন্ধ্যার পর খোলা আকাশের নিচে থাকা জিনিসপত্রে কুয়াশার উপস্থিতি উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ইতোমধ্যে বাজারে শীতকালীন সবজি বিক্রি হতে শুরু করেছে। আগাম সরবরাহ হওয়া এসব সবজির দাম গত এক সপ্তাহে কমে ভোক্তাদের ক্রয়ক্ষমতায় আসতে শুরু করেছে। তবে বেড়েছে পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম। গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ৫ টাকা করে বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। রোববার (১৬ অক্টোবর) জেলা শহরের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে গিয়ে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে। এলসি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বৃহস্পতিবারও এলসি পেঁয়াজ ৩৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। এদিকে শীতের আগমনে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, গত ১৫-২০ দিন আগে থেকে ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, চিচিঙ্গা, ধনেপাতাসহ শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহের শুরুতে আকাশচুম্বী দাম থাকলেও দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। বিভিন্ন সবজির সরবরাহও বাড়ছে। জিয়া বাজারের সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, সরবরাহের শুরুতে গত ১৫-২০ দিন আগে ফুলকপি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার তা প্রতিকেজি ৬০ টাকায় নেমে এসেছে। বাঁধাকপি শুরুতে প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হলেও গত শনিবার প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হয়েছে। এ ছাড়াও মুলা প্রতি কেজি ৬০ টাকা থেকে নেমে ৪০ টাকা, ধনেপাতা দেড়শ’ টাকা থেকে নেমে ১০০ টাকা, শিম ১৬০ টাকা থেকে নেমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত গাজরের সরবরাহ শুরু না হওয়ায় অস্ট্রেলিয়ান গাজর নামে একপ্রকার গাজর প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও চড়া, প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। জাহাঙ্গীর বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়তে থাকলে সবজির দামও কমতে থাকবে। তবে সরবরাহ কমায় দুই দিনের ব্যবধানে মরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে।’ এদিকে জিয়া বাজার থেকে মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে একই ধরনের সবজির দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। এই বাজারে অধিকাংশ সবজিতে কেজিতে ২ থেকে ৫ টাকা আবার কিছু সবজিতে ১০ টাকারও বেশি ব্যবধান পাওয়া গেছে।