অনলাইন ডেস্ক :
ভারতের উত্তরাখন্ড রাজ্যের কেদারনাথ ধামের কাছে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) কেদারনাথ থেকে উড্ডয়নের পরপরই গারু চাটির কাছে কপ্টারটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। হেলিকপ্টারটি কেদারনাথ থেকে ফাটা যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। টুইটার ও গণমাধ্যমের ছবিতে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, উদ্ধার অভিযান চলছে। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী পুস্কার ধামাল দুর্ঘটনার কারণ তদন্তে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম