December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 4th, 2021, 7:51 pm

মেয়েদের হার্ডলসে ম্যাকলফলিনের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক :

ছেলেদের হার্ডলসে বিশ্বরেকর্ড গড়েছিলেন কারস্টেন ওয়ারহোম। রেকর্ড গড়ে পুরুষ ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন নরওয়ের অ্যাথলেট কারস্টেন ওয়ারহোম। পুরুষদের হার্ডলসের মতো নারীদের ইভেন্টেও হলো বিশ্বরেকর্ড। কম সময় নিয়ে রেকর্ড গড়ে নারীদের ৪০০ মিটার হার্ডলসের স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন। বুধবার ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ম্যাকলফলিন। যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথেলেট দালিলা মোহাম্মদের লেগেছে ৫১.৫৮ সেকেন্ড। নেদারল্যান্ডসের ফেমকে বল ৫২.০৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। ছেলেদের বিভাগে টোকিও অলিম্পিক স্টেডিয়ামে পুরুষ ৪০০ মিটার হার্ডলসে ৪৫ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ওয়ারহোম। এর আগে জুলাই মাসে ওসলোর ডায়মন্ড লিগ মিটিংয়ে ৪৬ দশমিক ৭০ সেকেন্ড টাইমিং করেছিলেন কারস্টেন। ভেঙেছিলেন ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসে কেভিন ইয়ংয়ের গড়া রেকর্ড ৪৭ দশমিক ৭৮ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড। এবার নিজের রেকর্ড ভেঙে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন এই অ্যাথলেট। এ ইভেন্টে যুক্তরাষ্ট্রের রে বেঞ্জামিন ৪৬ দশমিক ১৭ সেকেন্ড টাইমিং করে রুপা। আর ৪৬ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে আলিসন দস সান্তোস জিতেছেন ব্রোঞ্জ।