অনলাইন ডেস্ক :
সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের পয়লা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
১ ডিসেম্বর : ঢাকায় ভারতীয় দলের আগমন।
৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর।
৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।
১৪-১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম।
২২-২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।
২৭ ডিসেম্বর : ভারতীয় দলের ঢাকা ত্যাগ।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার