অনলাইন ডেস্ক :
দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের কাবাডির মান বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশনের বর্তমান কমিটি। ওই লক্ষ্যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। ভারতের প্রো-কাবাডির আদলে ছয়টি দল নিয়ে ছেলেদের ফ্র্যাঞ্চাইজি কাবাডি আয়োজনের রুপরেখাও করা হয়েছিল। এখন পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি যদিও। তবে এশিয়ান গেমসে পদকের সম্ভাব্যতার নিরিখে আগামী বছরের ডিসেম্বর-জানুয়ারিতে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি কাবাডি ঠিকই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজি কাবাডি আয়োজনে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলেপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হককে প্রধান ও কোষাধ্যক্ষ আরিফ মিহিরকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বৈঠকে প্রতিযোগিতার প্রাথমিক রুপরেখাও চূড়ান্ত করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম মৌসুম হবে ছয়টি দলকে নিয়ে। ঢাকার বাইরে অন্তত তিনটি ভেন্যুতে খেলা হবে বলে জানান যুগ্ম সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক। তবে তার আগে ফ্র্যাঞ্চাইজি কাবাডিতে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের মান বাড়াতে এক মাসের আবাসিক ক্যাম্প শুরু করবে ফেডারেশন। সবশেষ জাতীয় দল ও আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি টুর্নামেন্ট থেকে বাছাই করা খেলোয়াড় মিলিয়ে ১০০ জনকে নিয়ে ২৫ অক্টোবর ফেডারেশন ভবনে শুরু হবে আবাসিক ক্যাম্প।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার