টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন অ্যাকারম্যানের ৬২ রান স্বত্ত্বেও ২০ ওভারে ১৩৫ রান করে ডাচরা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ২৫ রানে চারটি, হাসান মাহমুদ ১৫ রানে দুটি উইকেট নেন।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
শেষে দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরে টাইগাররা।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল