অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে। কারণ করোনা মহামারির কঠোর নীতির কারণে সেপ্টেম্বরেও চীনে চাহিদা কম ছিল। বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। খবর ব্লুমবার্গের। সোমবার (২৪ অক্টোবর) সকালের দিকে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারিলপ্রতি ১ দশমিক শূন্য ৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়ায়। প্রতিবেদনে বলা হয়, চীন সেপ্টেম্বরে দৈনিক ৯ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের চেয়ে দুই শতাংশ কম। যদিও আগস্টের চেয়ে বেশি। এ এনজেড বিশ্লেষকরা জানিয়েছে, সেপ্টেম্বরে তেল আমদানিতে সাম্প্রতিক পুনরুদ্ধার হ্রাস পেয়েছে। কারণ করোনা সম্পর্কিত লকডাউনের কারণে চাহিদা কমায় স্বাধীন শোধনাকারীরা বর্ধিত কোটা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। এদিকে পূর্বাভাসের চেয়ে চীনের জিডিপি বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এক বছর আগের চেয়ে তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এর আগে রয়টার্সের জরিপে বলা হয়, এই সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ।
আরও পড়ুন
রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার