অনলাইন ডেস্ক :
ম্যাজিস্ট্রেট সেজে সাবেক কারা কর্মকর্তার সঙ্গে অভিনব প্রতারণার ঘটনায় তাসনিম সরকার ওরফে অনামিকা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রংপুর পিবিআই। গত বুধবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনামিকা ওই এলাকার শাজাহান সরকারের মেয়ে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। তিনি জানান, ২ আগস্ট রংপুর নগরীর সিও বাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রংপুর কারাগারের সাবেক সার্জেন্ট ইনস্ট্রাক্টর আনজু মিয়া (৫১)। এ ঘটনায় আনজুর স্ত্রী রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন। পরদিন ৩ আগস্ট পিবিআইয়ের একটি টিম নিখোঁজ আনজু মিয়াকে নগরীর ডিসির মোড়ে অবস্থিত ‘সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্র’ থেকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আনজু জানান, গত ছয়মাস আগে বিমান ভ্রমণের সময় অনামিকার সঙ্গে পরিচয় ও ব্যক্তিগত ফোন নম্বর আদান-প্রদান হয়। ২ আগস্ট সকালে অনামিকা ফোনে আনজুকে রংপুর জেলা স্কুলের গেটে ডেকে পাঠান। সেখানে একটি মাইক্রোবাসে বসে থাকা অনামিকাকে দেখে আনজু এগিয়ে গেলে ২-৩ জন অপরিচিত ব্যক্তি তাকে ঘিরে ফেলেন এবং জোরপূর্বক পার্শ্ববর্তী সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়। এরপর আনজুর দেহ তল্লাশি করে নগদ ৪৪ হাজার ২৫০ টাকা, হাতঘড়ি, স্বর্ণের আংটি ও ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেয়। এ বিষয়ে আনজু আটককারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ম্যাজিস্ট্রেট অনামিকার অনুরোধে মাদকাসক্তের চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে তাকে আনা হয়েছে। এরপর জব্দকৃত টাকা ও স্বর্ণের জিনিসপত্র অনামিকা কেড়ে নেয়। কাপড় ও মোটরসাইকেল তার ভাই এসে নিয়ে যাবে জানিয়ে সটকে পড়েন অনামিকা। এরইমধ্যে নিরাময় কেন্দ্র থেকে আনজুর ডোপ টেস্টও করা হয়। এদিকে আনজুর নিখোঁজের বিষয়টি পিবিআইয়ের নজরে আসলে ৩ আগস্ট তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরপর পিবিআইয়ের সদস্যরা গত বুধবার ফুলবাড়ী থেকে অনামিকাকে গ্রেপ্তার করে। পিবিআইয়ের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আরও বলেন, কথিত নারী ম্যাজিস্ট্রেট প্রতারক অনামিকা ও অন্য সদস্যরা ছদ্মবেশে নিত্যনতুন কৌশলে মানুষকে ঠকিয়ে থাকেন। তাদের নামে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। গ্রেপ্তার অনামিকাকে বৃহস্পতিবার (৫ আগষ্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি
বেরোবির ছাত্র সংসদ নির্বাচন