January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 7:16 pm

প্রথম জয়ের সন্ধানে মাঠে নামছে পাকিস্তান-জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক :

অস্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ টুয়েলভ পর্বে নিজেদের প্রথম জয়ের সন্ধানে আজ বৃহস্পতিবার মাঠে নামছে উপমহাদেশের দল পাকিস্তান ও আফ্রিকার জিম্বাবুয়ে। ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচে না হারলেও বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় জিম্বাবুয়েকে। তাই সুপার টুয়েলভে প্রথম জয়ের স্বাদ নিতে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। পার্থে পাকিস্তান ও জিম্বাবুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। মেলবোর্নে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তীব্র লড়াইয়ের পর শেষ বলে ম্যাচ হারে পাকিস্তান। ভারতকে ১৬০ রানের টার্গেট দিয়ে দারুন লড়াই করে পাকিস্তানের বোলাররা। ৩১ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিলো পাক বোলাররা। কিন্তু বিরাট কোহলির অসাধারণ ইনিংসে হার এড়াতে পারেনি পাকিস্তান। মেলবোর্নের দুঃস্মৃতি ভুলে এবারের বিশ^কাপে প্রথম জয় পেতে মরিয়া এ বছর সংক্ষিপ্ত ভার্সনে দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি জয় পাওয়া পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে পাকিস্তান। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৭ মোকাবেলায় ১৬টিতেই জিতেছে পাকিস্তান। গেল বছর জিম্বাবুয়ের কাছে এই ফরম্যাটে প্রথমবারের মত হারের তেতো স্বাদ পায় পাকরা। গেল বছর এপ্রিলে হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তানকে ১৯ রানে হারায় জিম্বাবুয়ে। এই জয়ে আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানকে এবার বিশ^ মঞ্চে হারাতে চান জিম্বাবুয়ের কোচ ডেভ হটন। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা দারুন ছন্দে রয়েছি। প্রথম রাউন্ডে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। সেখানে নিজেদের মেলে ধরতে পারেনি ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটাররা জ¦লে উঠবে বলে আমার বিশ^াস। গত বছরের জয়টি আমাদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।’ অন্য দিকে ভারতের বিপক্ষে হারকে ভুলে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া পাকিস্তান। দলের পেসার হারিস রউফ বলেন, ‘ভারতের বিপক্ষে হার সত্যিই হতাশাজনক ছিলো। দারুন প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ম্যাচ হয়েছে। সেটি এখন স্মৃতি। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। এজন্য মাঠের লড়াইয়ে সবকিছু করতে প্রস্তুত দল।’ ভারতের বিপক্ষে ম্যাচে চতুর্থ পেসারের অভাব অনুভব করেছে পাকিস্তান। মেলবোর্নের ঐ ম্যাচে পেসাররাই সবচেয়ে বেশি সহায়তা পেয়েছিলেন। কিন্তু বাধ্য হয়ে বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজকে ছোট রান-আপে পেস বোলিং করতে দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পেসার মোহাম্মদ ওয়াসিমকে একাদশে রাখতে পারে পাকিস্তান। এমনটা হলে বাদ পড়তে পারেন হায়দার আলি বা আসিফ আলি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দ্রুত রান তোলার সামর্থ্য আছে ওয়াসিমের।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্রাডলি ইভান্স, লুক জঙ্গি, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।