অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটের দুই পরাশক্তির মাঝে ক্রিকেট লড়াই দেখতে বিশ্বজুড়ে অসংখ্য ক্রিকেটপ্রেমী অপেক্ষায় ছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আসল খেলাটা খেলছে বৃষ্টি। একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। শুক্রবারের (২৮ অক্টোবর) দুটি ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। ক্ষুব্ধ দর্শকরা সোশ্যাল সাইটে এই বিশ্বকাপকে ‘বিরক্তিকর’ হিসেবে অভিহিত করছেন। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে। বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। দুই দল পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে। এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচেরও একই পরিণতি হয়েছে। বৃষ্টির কারণে টসও হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেছে ক্রিকেটের দুই পরাশক্তি। যাতে আখেরে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। ইতোমধ্যেই ‘গ্রুপ-১’ এর পয়েন্ট টেবিল জমে উঠেছে। সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। শুক্রবারের দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে আছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। এ ছাড়া শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ২ পয়েন্ট করে আছে। মজার ব্যাপার হলো, এখনো এই গ্রুপের ৬টি দলের সামনেই সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল