অনলাইন ডেস্ক :
চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১ রান হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৩০ রানে ছোট সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। যা পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আর এমন অনবদ্য বোলিংয়ে পান ম্যাচ সেরার পুরষ্কার। পাকিস্তানের পর সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। আর এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে চান সিকান্দার রাজা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে রাজা বলেন, ‘আমাদের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং ম্যাচটি জিততে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, কিন্তু আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সে দলই জিতবে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল