অনলাইন ডেস্ক :
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে গত বৃহস্পতিবার পৌঁছানো লুফথানসা এয়ারলাইনসের একটি বিমানের আন্ডারক্যারেজে একটি মৃতদেহ পাওয়া গেছে। বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ছেড়ে এসেছিল। জার্মান দৈনিক বিল্ড এ তথ্য জানিয়েছে। লুফথানসার ওয়েবসাইট অনুসারে, ফ্লাইট এলএইচ ৬০১ এর যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি একটি হ্যাঙ্গারে স্থানান্তর করা হয়। ওই হ্যাঙ্গারে শ্রমিকরা মৃতদেহটি খুঁজে পায়। এ ঘটনার পর শুক্রবারের (২৮ অক্টোবর) জন্য নির্ধারিত একই ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে বিমানটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর (আইকেএ) থেকে ছেড়ে এসেছিল বলে জানা গেছে। তবে মৃতব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ঘটনার প্রতিক্রিয়ায় লুফথানসা এবং ফেডারেল পুলিশ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফ্রাঙ্কফুর্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরানে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। আমিনি একজন ২২ বছর বয়সী কুর্দি তরুণী, যিনি ‘অনুপযুক্ত পোশাক’ পরার জন্য আটক হয়েছিলেন এবং পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন। সূত্র : এভিয়েশন সোর্স নিউজ, এনডিটিভি।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩