এপি, সিউল :
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন। আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটিকে দেশটির এ বছরের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসেবে উল্লেখ কড়া হয়েছে।
রাজধানী সিউলে উৎসব উদযাপনকারীদের বেশিরভাগ তরুণ-তরুণী। যারা এক সরু গলিতে ভিড়ের মধ্যে আটকা পড়ে এবং পদদলিত হয়।
জরুরি কর্মী ও পথচারীরা শনিবার রাতে রাজধানীর নাইটলাইফ জেলার ইটাওয়ানে পদদলিত হওয়ার পরে সড়কে পড়ে থাকা মানুষদের মরিয়া হয়ে সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র চালু রাখার প্রাথমিক চিকিৎসা) দিয়েছেন।
সিউলের ইয়ংসান দমকল বিভাগের প্রধান চোই সিওং-বিওম অনুসারে, নিহত বা আহতদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ বছরের কাছাকাছি। তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশী, যাদের জাতীয়তা তাৎক্ষনিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মহামারিতে সমাবেশে কঠোর নিয়ম জারি করার পর এই প্রথম আনুমানিক এক লাখ মানুষ দেশের সবচেয়ে বড় হ্যালোইন উৎসবে খোলা আকাশের নিচে ইতায়্যুনে জড়ো হয়। দক্ষিণ কোরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করেছে এবং এটিই ছিল তরুণদের জন্য ঘরের বাইরে উৎসব উদযাপনের প্রথম বড় সুযোগ।
আরও পড়ুন
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে