January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 31st, 2022, 4:00 pm

‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই খুলে দেয়া হয় মোরবি সেতু!

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রবিবার সন্ধ্যায় ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল।

রাজ্য সরকার দুর্ঘটনার দায় স্বীকার করেছে।

গুজরাটের একজন মন্ত্রী ব্রিজেশ মের্জা গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে সেতুটির সংস্কার হয়েছে। আমরাও হতবাক। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী’

নাগরিক সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঔপনিবেশিক আমলের সাসপেনশন সেতুটি মেরামতের জন্য ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। মাত্র চার দিন আগে ২৬ অক্টোবর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই পুনরায় জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

মোরবি পৌরসভার প্রধান কর্মকর্তা সন্দীপসিংহ জালা বলেন, ‘সংস্কারের কাজ শেষ হওয়ার পর কোনো ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।’

রাজ্য সরকার ট্র্যাজেডির দায় স্বীকার করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম ঘোষণা করেছে।

—-ইউএনবি