January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:37 pm

পাকিস্তানকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীলে সহায়তা করবে: চীন

অনলাইন ডেস্ক :

পাকিস্তান আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ কারণে চীন দেশটির প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট শি চিনপিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার (২রা নভেম্বর) এ কথা বলেছে।এই গ্রীষ্মে পাকিস্তানে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আগেও পাকিস্তান অর্থ প্রদানের ভারসাম্য সংকটের সঙ্গে লড়াই করছিল। ফলে দেশটির আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি ক্ষতি হয়েছে।পাকিস্তান চীনের কাছে ঋণ-ত্রাণ চাইবে বলে আশঙ্কা করা হচ্ছিল। বুধবার (২রা নভেম্বর) পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছে, চীনের কেন্দ্রীয় ব্যাংক এবং পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক সম্প্রতি পাকিস্তানে চীনা মুদ্রা ইউয়ান ক্লিয়ারিং ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। এ ব্যবস্থায় উভয় দেশের উদ্যোগ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেনের জন্য চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার সহজতর হবে।শি গ্রেট হল অব পিপলে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকেবলেছিলেন, চীন এবং পাকিস্তানকে তাদের অর্থনৈতিক করিডর নির্মাণের জন্য আরো কার্যকরভাবে এগিয়ে যেতে হবে। পাশাপাশি গোয়াদর সমুদ্রবন্দরের অবকাঠামো নির্মাণকে ত্বরান্বিত করতে হবে।চীন পাকিস্তানে বড় বড় খনি ও অবকাঠামো প্রকল্পে জড়িত রয়েছে। যার মধ্যে গভীর পানির গোয়াদর বন্দরসহ ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) পুরো অংশও রয়েছে।শি আরো বলেছেন, মেইন লাইন-১ (এমএল-১) রেলওয়ে আপগ্রেডিং প্রকল্প এবং করাচি সার্কুলার রেলওয়ে প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য শর্ত তৈরি করতে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বুধবার (২রা নভেম্বর) জানিয়েছে, চীন পাকিস্তানে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির রেলওয়ে ট্রেনের জন্য প্রযুক্তি রপ্তানি করবে।পাকিস্তানের উন্নয়ন ও প্রকল্পগুলোতে চীন দীর্ঘদিনের মিত্র। শি বলেছেন, চীন দেশে উচ্চমানসম্পন্ন কৃষি রপ্তানি সম্প্রসারণ করতে পাকিস্তানকে স্বাগত জানাচ্ছে এবং ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ফটোভোলটাইক এবং অন্যান্য নতুন শক্তির উৎসসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করতে ইচ্ছুক।অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শির সঙ্গে দেখা করা প্রথম নেতাদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সূত্র : রয়টার্স