January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 7:21 pm

শপথ নিয়েছেন ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা

ছবি: পি আই ডি

দেশের ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা (সাধারণ ও সংরক্ষিত) শপথ নিয়েছেন।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

১৭ অক্টোবর ৫৭টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ভোলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

—-ইউএনবি