January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 7:25 pm

বিশ্বব্যাংকের সঙ্গে উদার ও স্বচ্ছ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি উদার ও স্বচ্ছ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সোমবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন,ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্বজুড়ে মারাত্মক সমস্যা সৃষ্টিকারী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিশ্বব্যাংককে পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

—-ইউএনবি