পাকিস্তানে দক্ষিণ সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান খাদে পড়ে অন্তত ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির সেহওয়ান এলাকায় একটি মন্দিরে যাওয়ার পথে ভ্যানটি একটি প্রধান সড়ক সংলগ্ন খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওই ভ্যানটি পড়েছিল, দুই মাস আগেও বন্যার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষ সেখানে বেশ কয়েকটি গর্ত তৈরি করেছিল।
এছাড়া ভারী বন্যার সময় মহাসড়কটি বন্ধ ছিল এবং সম্প্রতি ওই এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করায় যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
তবে পুলিশ জানায় যে, মহাসড়কের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেটি বন্ধ ছিল। রাস্তায় একটি ডাইভারশন ছিল, তবে চালক অতিরিক্ত গতির কারণে ব্যারিকেডগুলো লক্ষ্য করেনি।
এছাড়া নারী ও শিশুসহ আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কোন কোন সবজিতে মেলে ভিটামিন ডি?
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ