January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 18th, 2022, 7:55 pm

মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। শেষবার জানা গিয়েছিল কয়েকটি শর্ত মেনে আসতে পারবেন। অবশেষে সেটিই সত্যি হলো।

শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন তিনি। এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন নোরা।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পৌঁছেছেন নোরা ফাতেহি। সেখান থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামে যান তারা।

আজ রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি। এরই মধ্যে নোরা ফাতেহির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শকরাও আসতে শুরু করেছেন। এখন অপেক্ষা নোরার। যার নৃত্যের ঝলকানি দেখার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন এ দেশের ভক্তরা।

আজকের অনুষ্ঠান শেষ করে আগামীকাল বিকেলে ঢাকা ত্যাগ করবেন নোরা ফাতেহি।

—-ইউএনবি