January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 7:46 pm

রাজের বিপরীতে আর কাজ করতে চান না মীম

অনলাইন ডেস্ক :

‘রাজের সঙ্গে দামাল ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই ফ্যাকাসে হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।’-অভিনেতা রাজের সঙ্গে কেন অভিনয় করতে চান না জানতে চাইলে কথাগুলো বলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। ‘পরাণ’ ও ‘দামাল’ ছবি দুটিতে জুটি বেঁধে অভিনয় করে সফলতার মুখ দেখেন রাজ-মীম। নির্মাতারাও আশায় বুক বাঁধা শুরু করেছিলেন তাদের নিয়ে। সেই ধারাবাহিকতায় গুঞ্জন চলছিল নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। নির্মাতা রায়হান জুয়েলের পরবর্তী সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে দেখা হওয়ার সম্ভাবনা ছিল রাজ ও মীমের। তবে সেখানেই বিপত্তি ঘটালেন মীম। তিনি বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।’ কারণ হিসেবে মীম আরও বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণœ হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’