চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ নভেম্বর (সোমবার)।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব