নিজস্ব প্রতিবেদক :
মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা শিমন হাসান একা। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
এর আগে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে গত ১ আগস্ট কারাগারে পাঠান আদালত। ৩১ জুলাই রাতে ৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।
তার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়।
আরও পড়ুন
দেশে ঢুকে কেন ফিরে গেলেন শাবনূর
জুলাই-আগস্ট গণহত্যা ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রেফতার ৫৪
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের