January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 29th, 2022, 7:34 pm

এবার ফিফার টুইটে ব্রাজিল সমর্থকদের উল্লাস

অনলাইন ডেস্ক :

নিজেদের দেশ বিশ্বকাপে নেই, তবে বিশ্বকাপের উন্মাদনায় বাঙালি যেভাবে মেতেছে সেটাই নজর কেড়েছে সারা বিশ্বের। বিশেষ করে বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা তো মাত্রা ছাড়াতে পারে যেকোনকিছুকেই। বাংলাদেশি সমর্থকদের সেই উন্মাদনা নজর কেড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফারও। একদিন আগেই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস নিয়ে নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলো ফিফা। এবার ফিফার টুইটারে ঠাই পেলো বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসের ছবি। আগেরদিন মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টারদের উল্লাসের ভিডিও পোস্ট করেছিলো ফিফা। এবার সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ক্যাসেমিরোর গোলের পর বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবি পোস্ট করেছে ফিফা। মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিফার অফিশিয়াল টুইটারে ছবিগুলো পোস্ট করা হয়। গত সোমবার রাতে নক-আউটে ওঠার লড়াইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪’এ খেলতে নেমে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে নেমেই খেলার ধরণ পাল্টে ফেলে ব্রাজিল। দুর্দান্ত আক্রমাণত্মক ফুটবল খেলে খেলার শেষের দিকে এসে সুইজারল্যান্ডের জালে বল জড়ায় ব্রাজিল। ক্যাসেমিরোর সেই গোলের পর উল্লাসে মাতেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল-সুইজারল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় দেখেছেন হাজারো দর্শক। গোল ও জয়ের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসের কয়েকটি ছবিই ফিফা তাদের টুইটারে প্রকাশ করেছে। ফিফা সেই টুইটে লেখেন, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণের দর্শকের উপস্থিতি বাংলাদেশের ঢাকায়।’