মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষক বিমান (পিটি-৬) জরুরি অবতরণ করেছে।
সকাল ১০টা ৩৪ মিনিটে আরুলিয়া বিমানবন্দরের ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষক বিমানের পাইলট- গ্রুপ ক্যাপ্টেন মাহবুব এবং স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদে আছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
কোন কোন সবজিতে মেলে ভিটামিন ডি?
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ