January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 5th, 2022, 8:13 pm

পেলের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার খবর উড়িয়ে দিলেন মেয়ে

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে সর্বকালের সেরার স্বীকৃতি দেন অনেকে। সম্প্রতি খবর মেলে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা কিংবদন্তির শারীরিক অবস্থা জটিল। সাড়া দিচ্ছেন না কেমো থেরাপিতেও। পেলে অবশ্য ইন্সটাগ্রামে জানিয়েছেন, অনেক আশা নিয়ে এখনও মানসিকভাবে শক্ত আছেন তিনি। পেলের শারীরিক অবস্থার চলমান গুঞ্জন নিয়ে সর্বশেষ কথা বলেছেন তার মেয়ে ফ্লাভিয়া নাসিমেন্তো। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ও প্যালিয়াটিভ কেয়ারে থাকার খবর উড়িয়ে দিয়েছেন তিনি। গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা অন্যায় যে লোকজন বলছেন বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এবং প্যালিয়াটিভ কেয়ারে আছেন। বিশ্বাস করুন বিষয়টা তেমন নয়।’ ফ্লাভিয়া আরও জানিয়েছেন, আসলে কোলন ক্যানসার থেকে সেরে ওঠার স্থায়ী কোনো চিকিৎসা নেই। তাই অবস্থা বুঝে চিকিৎসার ধরনে সামঞ্জস্য আনতে হয়। পেলের সুস্থতা কামনা করছেন সবাই। শেষ ষোলোর লড়াইয়ের আগে ব্রাজিল দল থেকেও বলা হয়েছে, সবাই যেন ফুটবল স¤্রাটের জন্য প্রার্থনা করেন। সেলেসাওদের সহকারী কোচ সেজার সাম্পাইও বলেছেন, ‘আপনি যে ধর্মেরই হোন না কেন, পেলের জন্য প্রার্থনা করুন।’ সাম্পাইও একসময় পেলের ক্লাব সান্তোসেও খেলেছেন। ব্রাজিল কিংবদন্তিকে নিয়ে তার কথা, ‘তিনি ভীষণভাবে আমাকের অনুপ্রাণিত করেন। শুধু ক্রীড়াবিদ হিসেবে নয়, মানুষ হিসেবেও।’