এপি, ভারত :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি গ্রামে জঙ্গি হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার দক্ষিণ রাজৌরি জেলার ধাংড়ি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রবিবার সারারাত জঙ্গিরা ওই গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি ছেলে এবং ১২ বছরের একটি মেয়েও রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মুকেশ সিং সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার রাতে দুই বন্দুকধারী নির্বিচারে ধাংড়ির তিনটি বাড়িতে গুলি চালায়। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ভারতীয় কেন্দ্র শাসনের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের ধংড়িতে দুটি হামলার জন্য দায়ী করেছে।
তারা আরও জানায়, হামলাকারীরা আরও বিস্ফোরক রেখে গেছে কিনা তা এখনও জানা যায়নি।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ধাংড়িতে কয়েকশ’ মানুষ জড়ো হয়, হামলাকারীদের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। দক্ষিণাঞ্চলীয় শহর জম্মুর অর্ধশতাধিক মানুষও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে।
নয়াদিল্লির শীর্ষ প্রশাসক মনোজ সিনহা এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি যে এই ঘৃণ্য হামলার পেছনে যারা আছে, তাদের শাস্তির আওতায় আনা হবে।’
ভারত ও পাকিস্তান প্রত্যেকেই অবিভক্ত কাশ্মীরকে নিজেদের অঞ্চল দাবি করে।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও