January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 22nd, 2023, 6:59 pm

দিনাজপুরে ‘নাশকতা চেষ্টার’ অভিযোগে জামায়াত শিবিরের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরে ‘চলমান সরকারবিরোধী আন্দোলন’-এর অংশ হিসেবে বের করা মিছিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে,দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফার দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচির সমর্থনে জামায়াত শিবিরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা প্রমোদা পরিবহনের একটি বাসে করে শহরের স্টেশন এলাকায় যায়। সকাল ৭ টার দিকে বিক্ষোভ মিছিল করে তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসে চড়ে পালাবার চেষ্টা করলে কোতোয়ালি পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (এসআই) তানভীরুল ইসলাম তানভীর জানান, চিরিরবন্দর ও দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের কর্মীরা বাসে করে শহরে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছিল। খবর পেয়ে লাঠি ও দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি বাসও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

—-ইউএনবি