অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের জয়সূচক গোলটি করে হ্যারি কেইন স্পর্শ করেছেন দারুণ একটি মাইলফলক। লন্ডনের ক্লাবটির ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরার এখন ইংলিশ ফরোয়ার্ড। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত সোমবারের ম্যাচে কেইনের একমাত্র গোলে জিতেছে টটেনহ্যাম। বিরতির আগে জালের দেখা পান ২৯ বছর বয়সী এই ফুটবলার। টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের মোট গোল এখন ২৬৬টি। স্পর্শ করেছেন ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকায় আগে থেকে শীর্ষে থাকা প্রয়াত জিমি গ্রিভস। রেকর্ডটি ছুঁতে কেইন খেলেছেন ৪১৫টি ম্যাচ। আর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা গ্রিভসের লেগেছিল ৩৭৯ ম্যাচ। দ্বিতীয়ার্ধে রেকর্ডটি একার করে নেওয়ার সুযোগও পেয়েছিলেন কেইন। কিন্তু তার হেড সরাসরি চলে যায় ফুলহ্যাম গোলরক্ষকের কাছে। ফলে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ককে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮টি গোল করেছেন কেইন। এই জয়ে ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। সমান ৩৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড একটি করে ম্যাচ কম খেলেছে। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, দুইয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৫ (২০ ম্যাচ)।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা