January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 30th, 2023, 3:40 pm

কলাপাড়ায় সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) :

কমিউনিটিকে সম্পৃক্ত করে সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলানায়নে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের ইন্টিগ্রেটেড হেলথ সায়েন্স রিসার্চ অ্যান্ট ডেভেলপমেন্ট ফান্ড’র অর্থায়নে উপজেল স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুবক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে সর্পদংশন প্রতিরোধ বিষয় নিয়ে মূল আলোচনা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক একে এম ফজলুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পটুখালী মেডিকেল কলেজ হাসাপাতালের সহযোগী অধ্যাপক ডা:আতিকুর রহমান, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার প্রমুখ।

বক্তারা বিষধর সর্পদংসন প্রতিরোধ ও প্রাথমিক  চিকিৎসায় কমিউনিরি  হস্তক্ষেপের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে ডাক্তার ,আইনজীবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।