চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ধানাধীন কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মো. ইস্রাফিল (২০), সাকিম আলী (২১) ও মো. রিপন (২০)। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, কল্পলোক আবাসিকে নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় ১০ শ্রমিক কাজ করছিলেন। বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিল তারা। সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। হঠাৎ মাচা ভেঙে তিনজন নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসক সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।
এ ঘটনায় সাকিমের ভাই হাকিম আলী বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, নিহত ৩ শ্রমিকের মধ্যে সাকিমের বাড়ি রাজশাহী, ইস্রাফিলের চাঁপাইনবাবগঞ্জ ও রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা কল্পলোক আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ডি-ব্লকে মাহবুবুর রহমানের নির্মাণাধীন এসপি ভবনে ঠিকাদার জামালের অধীনে কাজ করছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার