বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন দিনাজপুরের সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এসব মাদকের মধ্যে রয়েছে- ইয়াবা ট্যাবলেট, হেরোইন,ফেনসিডিল,বিদেশি মদ, বিয়ার এবং যৌন উত্তেজন সিরাপসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী।
রবিবার সকালে ফুলবাড়ীতে ব্যাটালিয়ন মাঠে প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদক সামগ্রী ধ্বংস করেছেন তারা।
ধ্বংস করার দ্রব্যের মধ্যে রয়েছে-৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২০ হাজার ১৬৪ এ্যাম্পুল নেশা জাতীয় ইঞ্জেকশন, ১৫ হাজার ৮৮ বোতল ফেনসিডিল সিরাপ, তিন হাজার ৯২২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং এক হাজার ২০৩ বোতল এমকেডিল সিরাপসহ গাজা, আফিমসহ বিভিন্ন ধরনের মাদক। জব্দকৃত মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিজিবি’র রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগার এবং ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরসহ অন্যান্যরা।
বিজিবি’র রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান বলেছেন, রিজিওনে চারটি সেক্টরের আওতায় ১৫টি ব্যাটালিয়নের অধীনে এক হাজার ৬৬০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অপরাধ চোরাচালান প্রতিরোধে কাজ করছেন তারা।
—ইউএনবি
আরও পড়ুন
‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
মালয়েশিয়ায় দুইদিনে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক