January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 7:59 pm

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ২৮ ফেব্রুয়ারির মধ্যে

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষার উদ্যোগ এবং অর্জন নিয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, প্রাথমিক বৃত্তির ফল কবে নাগাদ ঘোষণা করা হবে জানতে চাইলে সচিব বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ‌্যে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারব বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন।

তিনি আরও বলেন, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার কারণে সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।

সচিব জানান, প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দুই ঘন্টার মধ্যে চার বিষয়ের মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা

এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।

—-ইউএনবি