Thursday, February 16th, 2023, 7:16 pm

টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩

অনলাইন ডেস্ক :

টেক্সাসের এল পাসো’র পুলিশ বলেছে, বুধবার একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

এল পাসো পুলিশের মুখপাত্র সার্জেন্ট রবার্ট গোমেজ জানান, একজনকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান করার ক্ষেত্রে বর্তমান সময় খুব তাড়াতাড়ি। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি।’

গোমেজ বলেন, পুলিশ বিশ্বাস করে যে ঘটনাস্থল নিরাপদ এবং কর্মকর্তারা এটি যাচাই করার জন্য পুরো শপিংমলটি ঘুরে দেখছেন।

কর্তৃপক্ষ নিকটবর্তী একটি উচ্চ বিদ্যালয়ে একত্র হওয়ার জন্য কেন্দ্র স্থাপন করেছে।

এর আগে পুলিশ জানায়, শপিংমলের ফুড কোর্টে গোলাগুলির ঘটনা ঘটে।