January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 8:05 pm

শুটিংয়ে ব্যস্ত কারাগারের সোহেল তৌফিক

অনলাইন ডেস্ক :

দুই বাংলায় তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ সৈয়দ আহমেদ শাওকি নির্মিত ‘কারাগার’-এ প্রধান জল্লাদের সহকারীর ছোট চরিত্রে অভিনয় করে নজর কাড়েন দর্শকের। কিছুদিন আগে শিহাব শাহিন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’-এ তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মানের ফিয়ান্সে চরিত্রে কাজ করেছেন আলোচনায় আসেন সোহেল তৌফিক। হঠাৎ করে হাওয়া বদল হওয়া দেশের টিভি ও ওয়েব অঙ্গনে যে কজন সম্ভাবনাময় শিল্পীর নাম উঠে আসছে, তাদের মধ্যে একজন সোহেল তৌফিক। এরইমধ্যে জনপ্রিয় নাট্যজুটি বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ষন্ডাপান্ডা’য় লাড্ডু চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন। ‘ষন্ডাপান্ডা’ সপ্তাহে ৬ দিন রাত ৮টায় চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। সোহেল তৌফিকের নেপথ্যের অভিনয় কলার বাঁধনটা বেশ শক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে নাট্যশিল্পে অর্জিত তাত্ত্বিক জ্ঞান ও দীর্ঘসময় মঞ্চনাটকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিয়মিত টেলিভিশন পর্দায় ভেসে উঠছেন এই তরুণ অভিনেতা। সোহেল তৌফিক বললেন, অভিনয়ে ক্যারিয়ার শুরুর দিকেই আবুল হায়াত, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতুল্লাহ, আ খ ম হাসান, ইন্তেখাব দিনার, মাসুম বাশার, আনিসুল হক বরুণের মতো নামকরা অভিনয় শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা হয়েছে। তাঁদের সঙ্গে কাজ করে নিজেকে শাণিত করার সুযোগ পেয়েছেন। এখন বেশ কিছু টেলিভিশন এবং ওয়েব বিজ্ঞাপনেও কাজ করে অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন। শুটিং নিয়েই ব্যস্ততায় কাটছে তাঁর সময়। নেটিজেনরা সোহেল তৌফিককে দেখছেন আগামীর সম্ভাবনাময় শিল্পীর তালিকায়। জনপ্রিয় মেগা সিরিয়াল সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’ এ আয়ান চরিত্রে সাফানা নমনির বিপরীতে অভিনয় করছেন তিনি। নাটকটি প্রতিদিন (শুধু শুক্রবার বাদে) রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে আলাপকালে সোহেল তৌফিক জানালেন, তিনি আমি মুহূর্তে তিনি মানিকগঞ্জে মাশরাফি জুনিয়র- এর শুটিং সেটে আছেন। বেশ কয়েক দিন ধরে সেখানে নাটকটির শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। এর আগে মাসুম শাহরীয়ার পরিচালিত আর টিভিতে প্রচারিত ‘উপলব্ধি’ নামে একক নাটকে সারিকা সাবাহর সঙ্গে অভিনয় করেছেন তরুণ এ অভিনেতা। তিনি অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে ‘শুক্রবার’ নামে দীপ্ত টিভির ঈদের নাটকে অভিনয় করেছেন। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেন হুমায়রা স্নিগ্ধা। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চরকি ফ্লিক ‘আড়াল’-। ২০২০ সালে টেলিভিশনে প্রচারিত সোহেল তৌফিক অভিনীত প্রথম কাজ ওয়াহিদ তারেক পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমাদের জায়গা’। এটি বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। আবুল হায়াত, সোহেল তৌফিক ও সাদিয়া আয়মান অভিনীত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘শ্রাবণ জোছনায়’ নাটকটি টিভিতে প্রচারের অপেক্ষায় আছে। আর খুব শিগগিরই প্রচার হবে তৌহিদ হকের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘রিগরেট।’ কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন টোকন ঠাকুর। সরকারি অনুদানের সিনেমাটিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল তৌফিক। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় সোহেল তৌফিক নাট্যচর্চায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই সঙ্গে আবৃত্তি সংগঠন ‘স্বনন’থেকে নিয়েছেন আবৃত্তির তালিম। অভিনয় সূত্রে বর্তমানে তাঁর বসবাস ঢাকায়। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভাসানী পাড়া গ্রামে। শৈশব কেটেছে দুধকুমার নদের তীরঘেঁষা সবুজ শ্যামলিমা গ্রামটিতে। দক্ষিণ ছাঁট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়ন শেষে উচ্চশিক্ষা লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। অভিনয় নিয়ে নিজের প্রচেষ্টা ও প্রত্যাশার বিষয়ে সোহেল তৌফিক বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ডিপার্টমেন্টে পড়ালেখার সময় থেকেই অভিনয় করার তুমুল আগ্রহ অনুভব করি। অভিনয়ের নেশায় পড়াশোনা শেষ করে অন্য কোনো চাকরির পেছনে ছোটা হয়নি। এমনকি জীবনে কোনো চাকরির পরীক্ষাও দিইনি। অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান ও রুটি-রুজির অবলম্বন।’ তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনরূপে আবিষ্কার করতে চাই। হতে চাই ভালো একজন অভিনেতা। সর্বোপরি সফল ও সার্থক মানুষ হতে নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চাই।’