নিজস্ব প্রতিবেদক, রংপুর:
আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরেও পালিত হলো জাতীয় বীমা দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বনার্ঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যলয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ।এসময় সভায় উপস্থিত ছিলেন, জীবন বীমা কোম্পানীর রংপুর রিজিওনাল ম্যানেজার মো: আব্দুল মজিদ, উন্নয়ন ম্যানেজার বজরুর রহমান । এ সময় রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন জীবন বীমা কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।এদিকে দিবসটি উপলক্ষে বদবগজ্ঞে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ,সভাপতিত্ব করেন উন্নয়ন ম্যানেজার অক্ষয় চন্দ্র বর্মণ।
আরও পড়ুন
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান উন্নত হয়েছে
কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, সৎভাই গ্রেপ্তার
সিলেট রেলওয়ে স্টেশনে সর্বস্তরের নাগরিকবৃন্দের বিশাল মানববন্ধন