অনলাইন ডেস্ক :
তুরস্কের দক্ষিণপশ্চিম উপকূলের কাছে একটি ডিঙ্গি নৌকা ডুবে ৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তুর্কি কোস্ট গার্ড। গত শনিবার ওই নৌকার ১১ জনকে উদ্ধারের কথাও জানিয়েছে তারা। কাছাকাছি এক দ্বীপ থেকে আরও ৫ জনকে উদ্ধার করেছে গ্রিস। তুর্কি কোস্ট গার্ড জানিয়েছে, এজিয়ান সাগরে পানি ঢুকে ডুবতে থাকা এক নৌকার খবর পেয়ে শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এরপর তারা শিশুসহ ১১ জনকে উদ্ধার করে দিদিম বন্দরে নিয়ে গিয়ে তাদেরকে স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রিক কোস্ট গার্ড বলেছে, তুর্কি জলসীমায় আধডোবা একটি ডিঙ্গি নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের খবর তুরস্কের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে। দিদিম উপকূল থেকে ১৯ কিলোমিটার দূরে ফারমাকোনিসি দ্বীপ থেকে নৌকাটির আরও ৫ জনকে জীবিত উদ্ধারের কথাও জানায় তারা। ওই নৌকায় মোট ৩১ জন ছিল বলে উদ্ধার ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে গ্রিক কোস্ট গার্ড। নিখোঁজদের সন্ধানে তুর্কি ও গ্রিক কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে। এদিকে পশ্চিমে ভূমধ্যসাগরে তিনটি আলাদা অভিযানে এক হাজার তিনশর বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। দুই সপ্তাহ আগে দেশটির উপকূলের কাছে পাথরে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছিল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর রুটটি এখন অভিবাসন প্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়। কেবল বুধবার থেকেই দেশটিতে ৪ হাজার অভিবাসন প্রত্যাশী নেমেছে বলে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছর পুরো মার্চে এই সংখ্যা ছিল এক হাজার তিনশর কাছাকাছি। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার অভিবাসন প্রত্যাশী নৌকায় বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে।
আরও পড়ুন
জো বাইডেনের ‘উত্তরসূরি’ হয়ে ফিরবেন কি ট্রাম্প
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান