মাগুরা সদরে একটি যাত্রীবাহী বাস এবং শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যশোর-মাগুরা সড়কে জাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব (১৭) জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, পরিবহনের ১১ যাত্রী আহত হয়েছে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন
জুলাই-আগস্ট গণহত্যা: ২৪ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
সাকিবুল হত্যার বিচার চেয়ে ফার্মগেট অবরোধ, বাস ভাঙচুর