অনলাইন ডেস্ক :
ব্রাজিলের উপকূলীয় শহর রিও ডি জেনিরোর ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধী চক্রের নেতাকে গ্রেপ্তার করার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গঞ্জালো শহরের একটি শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সালগুইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। নিহতদের মধ্যে লিওনার্দো কস্তা আরাউজো নামে একজন মাদক ব্যবসায়ী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি পুলিশ হত্যার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার আরাউজোকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ হেলিকপ্টার এবং সাঁজোয়া বাহন ব্যবহার করেছে। রিও রাজ্যের পুলিশ বাহিনী নিয়মিত এ এলাকায় মারাত্মক অভিযান চালায় বলে জানা গেছে।
আরও পড়ুন
রাজ্যসভার সদস্য হলেন হর্ষবর্ধন শ্রিংলা
পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
অবশেষে অস্ত্র সমর্পণ করতে যাচ্ছে পিকেকে