January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 8:08 pm

সীতাকুণ্ডে ২০০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে দুইশ বোতল বিদেশি মদ এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ছোট কুমিরার জিপিএইচ ইস্পাত কারখানার গেইটের সামনে থেকে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভোরে পুলিশের পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে জিপিএইচ ইস্পাত গেইটের সামনে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গাড়ি খুলে ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের দুইশ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।

—-ইউএনবি