January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 3:51 pm

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে দায়ে ছে‌লে আতিকুর রহমান রাহেলকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের মৃত আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আতিকুর রহমান রাহেল বসতবাড়ির পাশের তিন শতক জমি নিজের নামে লিখে দেয়ার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকেন। কিন্তু তারা জমি লিখে না দেয়ায় ২০২০ সালের ২৭ মার্চ সকালে বাড়ির পাশের জমিতে কোদাল দিয়ে কুপিয়ে বাবা-মাকে হত্যা করেন রাহেল। এ ঘটনায় হত্যাকারীর বড় ভাই মো. দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।