জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
ডামুড্যা উপজেলার সরকারী আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে দ্রুতগামী মটর সাইকেল সড়ক বিভাজনের উপর উপর আছড়ে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনজন আহত। আহতরা ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের শাজাহান সরদারের ছেলে রুবেল সরদার (২৫), ইমন সরদার (২২), চালক ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে সুজন (২৩)। জানাযায় ইমন রুবেল দুই ভাই তারা মটর সাইকেলে ডামুড্যা আসার পথে সরকারী আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে সড়ক বিভাজনের সাথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ইমন রুবেল মারাত্মকভাবে আহত হয় তাদের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকের কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সুজন ডামুড্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত
কয়রার পর্যটন কেন্দ্রটি বদলে দেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য – খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম