অনলাইন ডেস্ক :
কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় লোকজনের অতিরিক্ত ভিড়ের কারণে সাতজন আফগান নাগরিক নিহত হয়েছেন।
এর আগে গত শনিবার এক সতর্কবার্তায় আমেরিকান নাগরিকদের কাবুল বিমানবন্দর ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আফগানিস্তানের মার্কিন দূতাবাস। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দেয়।
দেশ ছাড়তে ইচ্ছুক আফগানরা কাবুল বিমানবন্দরে ভিড় করায় সৃষ্ট বিশৃঙ্খলায় সাতজন বেসামরিক মানুষ মারা গেছে বলে রবিবার ব্রিটিশ সামরিক বাহিনী স্বীকার করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। তারপরও পরিস্থিতি বিবেচনায় সবাইকে যতটা সম্ভব নিরাপদে এবং সুরক্ষিতভাবে আনার জন্য আমরা যা যা করার করছি।’
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন