Tuesday, April 4th, 2023, 9:16 pm

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দোকান মালিক সমিতির

বাংলাদেশ দোকান মালিক সমিতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রতি প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দের আহ্বান জানিয়েছে।

বঙ্গবাজার পরিদর্শন শেষে মঙ্গলবার সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী।

তিনি বলেন, এদিকে ঈদের উৎসব সামনে থাকায় সব দোকানে কাপড়-চোপড়সহ অন্যান্য পণ্য আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে।

এছাড়া অগ্নিকাণ্ডে আড়াই হাজার কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

হেলাল উদ্দিন বলেন, এসব ব্যবসায়ীর পুঁজি হচ্ছে দোকানের মালামাল। মালামাল পুড়ে যাওয়ায় এখন তাদের ব্যবসার কোনো সম্পদ অবশিষ্ট নেই।

তিনি আরও বলেন, এখন তাদের (ক্ষুদ্র ব্যাবসায়ী) জন্য আমরা সরকারের কাছে প্রাথমিকভাবে ঈদের ক্ষতিপূরণের জন্য ৭০০ কোটি টাকা দাবি করছি।

—-ইউএনবি