January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 9:24 pm

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী উপ-কর কমিশনার আটক

রাজশাহীতে আয়কর অফিসে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটকের দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওই কর্মকর্তার কার্যালয়ে সাদা পোশাকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করেন দুদক কর্মকর্তারা।

এ বিষয়ে দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা মঙ্গলবার দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

দুদকের এ কর্মকর্তা আরও বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।

এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। কর ভবনের উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা হট্টগোল শুরু করেন।

এতে কর কমিশনারের দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে দরজা ভেঙে বাধা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ-করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।

এসময় মহিবুলের ইসলাম ভুঁইয়া চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করে।

এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকিয়া ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন।

তিনি ১০ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন। দুদক আমাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

—-ইউএনবি