January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 9:00 pm

তাইওয়ানে ৭০ চীনা সামরিক বিমান ও ১১ নৌ জাহাজ শনাক্ত

তাইপে, তাইওয়ান ১০ এপ্রিল (ইউএনবি): তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সকাল ৬টার মধ্যে তাইওয়ানের আশেপাশে ৭০টি চীনা সামরিক বিমান এবং ১১টি নৌ জাহাজ সনাক্ত করেছে এবং এর সশস্ত্র বাহিনী এই কার্যকলাপের প্রতিক্রিয়া জানাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘শনাক্ত করা বিমানের ৩৫টি (স্যু-৩০*৮, জে-১১*৪, জে-১০৮৬, জে-১৬*৮, টিবি-০০১ ইউসিএভি, ওয়াই-৯ইডব্লিউ, ওয়াই-৮এএসডব্লিউ, জে-১৫*৪, সিএইচ-৪ ইউসিএভি, কেজে-৫০০ এইডব্লিউ এন্ড সি) তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এবং তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এডিআইজেড-এ প্রবেশ করেছে, ফ্লাইট পাথ যেমন চিত্রিত হয়েছে।’

চীন মহড়ার তৃতীয় দিনে প্রবেশ করেছে, যা শনিবার (8 এপ্রিল) শুরু হয়েছিল, তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার ঠিক পরে যেখানে তিনি হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে একটি বৈঠকের কঠোর বিরোধিতা করেছিল চীন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে যে রবিবার ঘোষণাটি করা হয়েছিল কারণ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে এটি চীনের বিমান বাহিনীর অনেকগুলো বিমান শনাক্ত করেছে এবং বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র বাহিনীর উপর নজর রাখছে।

মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান রবিবার সকাল ৬টার মধ্যে ৭১টি চীনা সামরিক বিমান এবং ৯টি নৌ জাহাজ শনাক্ত করেছে।‘শনাক্ত করা বিমানের ৪৫টি (স্যু-৩০৮,জে-১১*৪, জেএ-১০*১৬, জে-১৬*১০, টিবি-০০১ ইউসিএভি, ওয়াই-৯ইডব্লিউ, ওয়াই-৮ এএসডব্লিউ, এইচ-৬কে*২, ওয়াই-২০, কেজে-৫০০) তাইওয়ান প্রণালীর মাঝামাঝি রেখা অতিক্রম করেছে এবং তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এডিজ-এ প্রবেশ করেছে, ফ্লাইট পথগুলো যেমন চিত্রিত হয়েছে।’

চীন গণতান্ত্রিকভাবে তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে, শনিবার দ্বীপের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন লস অ্যাঞ্জেলেস থেকে তাইপে ফিরে আসার পরদিন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করেছিলেন।

এদিকে, তাইওয়ানও হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে তাইওয়ানের চারপাশে চীনা সামরিক মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

টুইটারে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘#তাইওয়ান আমাদের মাতৃভূমি, এবং আমরা যেখানেই যাই না কেন বা আমরা যা মুখোমুখি হই না কেন, সে সর্বদা মনোমুগ্ধকর এবং সুন্দর। এই ভূমির প্রতিটি গল্প আমাদের স্মৃতিতে জড়িয়ে আছে। আমরা, #রোকারমেড ফোর্স, আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে এবং আমাদের বাড়িকে একসঙ্গে রক্ষা করার জন্য আমাদের সমস্ত হৃদয় দিয়ে লড়াই করছে।’

গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি দেশটিতে যাওয়ার পর চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। চীন পেলোসির তাইওয়ান সফরে আপত্তি তুলেছে, যেটিকে চীন তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

এবার, তাইওয়ান পিএলএ প্লেন এবং জাহাজগুলো পর্যবেক্ষণ করার জন্য বিমান, নৌ-নৌকা এবং স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র পাঠিয়ে প্রতিশোধ নিয়েছে।

—-ইউএনবি