January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 5:39 pm

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে রাজ মিস্ত্রি মোহাম্মদ আলী হোসেনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ওই বসত ঘরে কেউ ছিলো না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, তারা ঘর বন্ধ করে সবাই বাইরে যায়। এসময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তারা যথাসময়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তাদের ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।
কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। অপর ঘরটি কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। তবে তাদের কাছ থেকে জানতে পারলাম বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কলাপাড়া ওসি কর্মকর্তা মো.জসীম জানান, আগুন লাগার বিষয়টি জানেন না। তারা বিষয়টি দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান,ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।