অনলাইন ডেস্ক :
বাজিতে বিশাল অঙ্কের অর্থ খুইয়ে মোহাম্মদ সিরাজের কাছে ভারত দলের ভেতরের খবর জানতে চেয়েছেন এক চালক। কোনো ঝুঁকি না নিয়ে বোর্ডের দুর্নীতি বিরোধী বিভাগে এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় পেসার। গত ফেব্রুয়ারিতে ৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে ভারত সফর করে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ চলার সময় জাতীয় দলের ভেতরের খবর জানিয়ে দেওয়ার জন্য সিরাজকে প্রস্তাব দেন এক অপরিচিত ব্যক্তি। সঙ্গে সঙ্গে তা যথাযথ কর্তৃপক্ষকে জানান সিরাজ। পরে সেই ব্যক্তির পরিচয় খুঁজে বের করে অ্যান্টি করাপশন ইউনিট। বিসিসিআইয়ের এক কর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এরইমধ্যে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
“সিরাজকে প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনো বাজিকর ছিল না। সে হায়দরাবাদের একজন চালক। আসলে সে ম্যাচে বাজি ধরায় আসক্ত। সে বাজিতে অনেক অর্থ খোয়ানোর পর সিরাজের কাছে ভেতরের খবর জানতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে সিরাজ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।” স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের সাবেক তিন বোলার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলা গ্রেপ্তার হওয়ার পর থেকে এই বিষয়ে কড়াকড়ি অবস্থান নিয়েছে বিসিসিআই। ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক অ্যান্টি করাপশন ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে এবং কোনো ধরনের প্রস্তাব পেলে তা রিপোর্ট করতে ব্যর্থ হলে শাস্তিরও বিধান আছে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি