December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 7th, 2021, 9:31 am

স্পুতনিক-ভি ভ্যাকসিন ১ ডোজই যথেষ্ট, দাবি রাশিয়ার

রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক-ভির একটি ডোজই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্পুতনিকের দু’টি ডোজ ও একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর তরফে একটি বিবৃতিতে এ দাবি করা হয়েছে, স্পুতনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।

রাশিয়ার তৈরি ওই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি-কে অবশ্য অনুমোদন দেয়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুতনিকের একটি ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুতনিকের প্রথম ডোজ নিয়েছেন।

বিষয়টি বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হলেও এতে টিকাকরণের গতি ও মানুষের সুরক্ষা আরো বাড়বে বলে মনে করছে রাশিয়া।